![হবিগঞ্জে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/04/habiganj-chatrolig_118697.jpg)
হবিগঞ্জ, ০৪ জানুয়ারি, এবিনিউজ : বর্নাঢ্য র্যালী,কেক কাটাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে হবিগঞ্জে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামন থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ লাখাই আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।
পরে হবিগঞ্জ শহরের পৌরসভা প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদসহ ছাত্রলীগ নেতাকর্মীদের কে সাথে নিয়ে কেক কাটেন। কেক কাটার পর পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি সারা শহর প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে পথ সভার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ লাখাই আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির, সাধারণ সম্পাদক ও বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।
এবিএন/মো. নুরুজ্জামান ভূইয়া/জসিম/নির্ঝর