![ডোমারে রাস্তার জায়গা দখল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/04/domar-rasta_118705.jpg)
নীলফামারী, ০৪ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডোমারে রাস্তার জায়গা দখল করে জাতীয় রিক্সা/ভ্যান শ্রমিকলীগের চিলাই পাগলা বাজার শাখা নামে সাইন বোর্ড টাঙ্গিয়ে রাস্তার জায়গা দখল করে চলাচল বন্ধ করে দেওয়ায় অভিযোগ উঠেছে।
জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের চিলাই পাগলা বাজার এলাকায় বাইপাস সড়কের জন্য সরকার জমিদাতাদের কাছ থেকে জমি অধিগ্রহন করে। এবং রাস্তার পাশে সীমানা পিলার লাগিয়ে দেয়। চিলাই পাগলা বাজার এলাকায় আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যাক্তি রাস্তার পাশের প্রায় সাত শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিল।কিছুদিন আগে স্থানীয় সরকার মন্ত্রানালয় থেকে রাস্তা মেপে সীমানা পিলার লাগিয়ে দেওয়া হয়। সীমানা পীলারে পরে আবু বক্করের জমি থাকায় সেখানে সে মাটি ভরাট করে আসছিল। এরেই ফাকে স্থানীয় জমিদাতা নবীকুল জোরপুর্বক আবু বক্করের জমির সামনের রাস্তা বাশ দিয়ে ঘিরে বন্ধ করে রাখে।
এ ব্যাপারে আবু বক্কর গত ২রা জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করলে নবীকুল বৃহস্পতিবার দুপুরে আইনের তোয়াক্কা না করে জাতীয় রিক্সা/ভ্যান শ্রমিকলীগের সাইনবোর্ড লাগিয়ে তা দখলের পায়তারা করছে। এ ঘটনায় এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যেখানে আওয়ামী লীগের সাধারন সম্পাদক বার বার বলছে লীগ ব্যবহার করে কেউ অন্যায় কিছু করবেন না। সেখানে তার কথা অমান্য করে লীগের নাম ব্যবহার করে রাস্তার জায়গা দখল মেনে নেওয়া যায় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, বিষয়টি অবগত হয়েছি। এদিকে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন রাস্তার জায়গা দখল করে সাইনাের্ডের বিষয়টি তাদের জানা নেই। আবু বক্কর সিদ্দিক জানান, সরকারী দলের নাম ব্যবহার করে তাদের জমির পাশে স্থানীয় নবিকুল ইসলাম জোর করে সাইনবোর্ড লাগিয়ে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন।
এবিএন/মো.আব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর