![গোদাগাড়ীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/04/sova_abnews_118710.jpg)
গোদাগাড়ী, ০৪ জানুয়ারি, এবিনিউজ : উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা কেন্দ্রীয় পার্টি অফিসে দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সকল শহীদদের স্বরণে নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশারফ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আ.লীগ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি বদিউজ্জামান, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অয়েজউদ্দীন বিশ্বাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা মহিলালীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি, পৌর ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি হামিদ রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতা কর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি