বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলের বাইক্কা বিলে আসতে শুরু করেছে অতিথি পাখি

শ্রীমঙ্গলের বাইক্কা বিলে আসতে শুরু করেছে অতিথি পাখি

শ্রীমঙ্গলের বাইক্কা বিলে আসতে শুরু করেছে অতিথি পাখি

মৌলভীবাজার, ০৪ জানুয়ারি, এবিনিউজ : শীতের শুরু থেকেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিলে আসতে শুরু করেছে অতিথি পাখি। বাইক্কা বিলসহ শ্রীমঙ্গলের হাওর, বিল, জলাশয়, চা-বাগান লেক-এ আসছে অতিথি পাখিরা। শীত প্রধান দেশ থেকে ধীরে ধীরে ঝাঁকে ঝাঁকে এসব পাখি আসছে শ্রীমঙ্গলেরর বাইক্কা বিলে। ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। একেক ঋতুতে একেক রুপ ধারন করে দেশের প্রকৃতি।

ঋতুভেদে প্রতিটি রুপেরই রয়েছে কিছু না কিছু বিশেষত্ব। এরমধ্যে শীতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে ছুটে আসে অতিথি পাখিরা। ওইসব দেশে যখন শীত তীব্র হয়ে ওঠে তখন এ দেশের আতিথ্য নিতে হাজার হাজার পাখি ছুটে আসে আমাদের দেশে। প্রতিবারের মতো এবারও শ্রীমঙ্গলের সরকারী সংরক্ষিত মৎস্য অভয়াশ্রম ও পাখির অন্যতম বিচরনক্ষেত্র বাইক্কা বিলে অতিথি পাখিরা ছুটে আসছে।

ভিনদেশি বিচিত্র রঙের এসব অতিথি পাখি হয়ে উঠেছে বিনোদন পিয়াসি মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। অতিথি পাখিদের দেখতে বাইক্কা বিলে ইতোমধ্যে উৎসুক মানুষের আগমন শুরু হয়ে গেছে।

এদিকে শ্রীমঙ্গলে তীব্র শীত জেঁকে বসেছে। আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত