শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলে প্রতিবন্ধীদের নিয়ে কর্মশালা ও সহায়ক উপকরণ বিতরণ

নড়াইলে প্রতিবন্ধীদের নিয়ে কর্মশালা ও সহায়ক উপকরণ বিতরণ

নড়াইলে প্রতিবন্ধীদের নিয়ে কর্মশালা ও সহায়ক উপকরণ বিতরণ

নড়াইল, ০৪ জানুয়ারি, এবিনিউজ : নড়াইলের লোহাগড়ায় প্রতিবন্ধীদের নিয়ে প্রতিবন্ধী উন্নয়ন ও পুর্নবাসন বিষয়ক কর্মশালা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা শেষে ৪০ জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

প্রগতি মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমির লিটু।

বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল হক, উপজেলা সমাজসেবা অফিসার শামীম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমিন, নোভা’র নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস, প্রতিবন্ধী শাহাজান প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন- প্রগতি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী রানী মিত্র।

কর্মশালা শেষে ৪০ জন প্রতিবন্ধীর মাঝে ৫টি হুইল চেয়ার, ৫টি সেলাই মেশিন, ১০ জনকে শিক্ষা উপকরণ, ৫ জনকে ক্রাচ ও ১৫ জন প্রতিবন্ধীর মাঝে ছাগল বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ও তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত