![বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/04/abnews-24.bbbb_118725.gif)
হবিগঞ্জ, ০৪ জানুয়ারি, এবিনিউজ : ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরি নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইব্রাহিম মিয়া (১৮)নামে এক সব্িজ ব্যবসায়ী নিহত হয়েছে। সে ভাটপাড়া গ্রামের আব্দুস শহিদের ছেলে। জানা যায় আজ সকালে নিহত ইব্রাহিম মিয়া সবজি নিয়ে নছিমন যোগে দিগাম্বর বাজার যাওয়ার পথে পিছন থেকে একটি ট্রাক নছিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা