![পঞ্চগড়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/04/rally_abnews_118735.jpg)
পঞ্চগড়, ০৪ জানুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পঞ্চগড় জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে জেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল।
আরও বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার ও সাধারণ সম্পাদক মারুফ রায়হান।
আলোচনাসভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/এমসি