বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় পিএসসি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে শাওন

আগৈলঝাড়ায় পিএসসি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে শাওন

আগৈলঝাড়ায় পিএসসি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে শাওন

আগৈলঝাড়া (বরিশাল), ০৪ জানুয়ারি, এবিনিউজ : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছে জুবিয়ান হোসাইন শাওন।

২০১৭ সালের ১৯ নভেম্বর অনুষ্ঠিত ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় জুবিয়ান হোসাইন শাওন নগরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ৩০ ডিসেম্বর উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে সকল বিষয়ে এ(+)সহ আগৈলঝাড়া উপজেলার মধ্যে সর্বোচ্চ ৫৬৯ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছে সে।

জুবিয়ান হোসাইন শাওন উপজেলা সদরের ঔষধ ব্যবয়ায়ী মো. কবির হোসাইন মুন্না ও মোসাম্মৎ সান্তনা আক্তারের প্রথম সন্তান।

নগরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামপ্রসাদ ঢালী বলেন, শাওন আমাদের গর্ব, সে আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্যের পিছনে আমাদের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটিসহ তার অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। আমি তার দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত