সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

নরসিংদীর পলাশে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নরসিংদীর পলাশে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নরসিংদী, ০৪ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর পলাশে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহেদুল আকবর (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। গতকাল বুধবার রাতে ঘোড়াশাল পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহেদুল কক্সবাজার সদর থানার দক্ষিণ হাজীপাড়া এলাকার আবু সাঈদের ছেলে।

পুলিশ জানায়, জাহেদুল আকবর দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে নরসিংদী জেলাসহ বিভিন্ন জেলায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। বুধবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার রাজাব গ্রামে ইয়াবার চালান নিয়ে আসলে, গোপন সংবাদের ভিত্তিত্বে পলাশ থানার এসআই এ.বি. সিদ্দিক বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার ২শ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, আটককৃত জাহেদুল আকবর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/সুমন রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত