![ফতুল্লায় দেয়াল ধসে দুই জনের প্রাণহানি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/04/narayngoang_abnews24 copy_118786.jpg)
নারায়ণগঞ্জ, ০৪ জানুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেয়াল ধসে আহত ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কাশিপুর এলাকার মহিউদ্দিন ডাইংয়ের মালিক সফিক আহম্মেদের ছোট ভাই নজরুল ইসলাম (৫০) ও কাশিপুর দেওয়ার বাড়ির মাদবর বাড়ির মৃত কফিল উদ্দিনের ছেলে মতিউর রহমান মতি (৪৮)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় মহিউদ্দিন ডাইংয়ের মালিক সফিক আহম্মেদের পুরাতন ভবন ভাঙ্গার সময় দেয়াল ধ্বসে পড়ে নজরুল ইসলাম ও মতি ওপর। এতে তারা দুজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, লাশ নিহতের স্বজনরা নিয়ে গেছে। ঘটনা তদন্তে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি