![বাগমারায় সৈয়দ আলীর মৃত্যুতে এমপি এনামুলের শোক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/04/rajshahe_abnews24 copy_118797.jpg)
বাগমারা, ০৪ জানুয়ারি, এবিনিউজ : বাগমারা উপজেলার সাঁকোয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০২ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বার্ধক্য জনিত কারণে গতকাল বুধবার রাতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার দুপুরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ আলীর মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। আলহাজ্ব সৈয়দ আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। সাংসদ শোকার্ত পরিবারকে ধৈর্য্য ধারণের আহ্বান জানান।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি