
ভোলা, ০৫ জানুয়ারি, এবিনিউজ : র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে ভোলায় ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি )সকালে ভোলা জেলা ছাত্রলীগের অয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যলয়ের সামনে থেকে এক বনার্ঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগ কার্যলয় গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্বদেন ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি পাপন চৌধুরীও সাধারন সম্পাদক রিয়াজ মাহামুদ।
পরে এক আলোচনা সভা অনুণ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি পাপন চৌধুরী সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার। এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এনামুল হক আরজু, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাওসার হোসেন টুয়েল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, ভোলা কলেজ ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম তুহিন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ইভান সহ বিভিন্ন ইউনিয়ন, পৌরসভাও কলেজ এর নেতৃবিন্দরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা লাভ করে এ ছাত্র সংগঠন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/নির্ঝর