![জয়পুরহাটে বিএনপি’র কালো পতাকা মিছিল পন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/05/abnews-24.bbbbb_118891.jpg)
জয়পুরহাট, ০৫ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটে পুলিশী বাঁধায় পন্ড হয়েছে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ডাকা বিএনপি’র কালো পতাকা মিছিল। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা নিয়ে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় দলীয় কার্যালয়ের সামনেই তারা প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান, সহ-সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ প্রমুখ।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা