সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo
অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ

জয়পুরহাটে এক নারীসহ ভূয়া সাংবাদিক আটক

জয়পুরহাটে এক নারীসহ ভূয়া সাংবাদিক আটক

জয়পুরহাট, ০৫ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সুলতান মাহমুদ (৩৩) নামে এক ভূয়া সাংবাদিককে নারী সহ আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে জয়পুরহাট শহরের সবুজ নগর মহল্লার ওই ভুয়া সাংবাদিকের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার উফার সাড়া গ্রামের নাসিম উদ্দীনের মেয়ে ও রংপুর মডেল কলেজে অধ্যয়নরত বিএসএস’র ফাইনাল ইয়ারের ছাত্রী নাসরিন আক্তার (২৪) জয়পুরহাট সদরের কন্দল শান্তি নগর গ্রামের রমজান আলীর ছেলে সুলতান মাহমুদের ডাকে গতকাল রাতে জয়পুরহাটে আসে। পরে তার ভাড়া বাসায় রাত্রি যাপন করলে আজ সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ বাসায় অভিযান চালায়।

এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার ঘটনায় পুলিশ তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়। প্রসঙ্গত: সুলতান মাহমুদ ঢাকা থেকে প্রকাশিত একাধিক আন্ডার গ্রাউন্ড পত্রিকার পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ অপসাংবাদিকতা করে আসছিলেন। ইতিপূর্বেও ওই বাসায় একাধিক মেয়ের সাথে তিনি অনৈতিক কাজে জড়িয়ে পরেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত