![লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/05/cake_abnews_118903.jpg)
লক্ষ্মীপুর, ০৫ জানুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুরে মধ্য রাতে কেক কেটে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা অাওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেকে কাটার মাধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জেলা ছাত্রলীগের অধীনস্ত ১৯টি ইউনিট একযোগে র্যালী এবং আলোচনা সভার আয়োজন করে। পরে জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন- জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরীসহ জেলা ছাত্রলীগ এবং জেলা আ.লীগের নেতৃবৃন্দ।
এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে বিপুল পরিমাণ আতশবাজি ফোটানো হয়।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি