শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

যশোর, ০৫ জানুয়ারি, এবিনিউজ : ভারতে দেড় বছর কারাভোগের পর ১৪ বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিয়েছে দেশটির পুলিশ। আজ শুক্রবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের। ফেরত আসা নারী ও শিশুরা হলেন, সাথী আক্তার (২৫), মুক্তা আক্তার (২০), সেলিম শেখ (৯), আঁখি খাতুন (১৮), আবুল হোসেন (৭), হালিমা খাতুন(২১), সালমা আক্তার(১৯), শিরিনা খাতুন (১৭), আকলিমা খাতুন (২০), শিমু বিশ্বাস (৬), ইসরাফিল (৭), মমিনুর রহমান (১০), নুসাইবা (১৮) ও হায়দার আলী (৮)। এদের বাড়ি বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

জানা যায়, দুই বছর আগে ভালো চাকরির আশায় ভারতে গিয়ে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে পুলিশের হাতে আটক হন তারা। দেড় বছর ভারতের কারগারে সাজা ভোগের পরে কলকাতা ‘লিলুয়া শেল্টার হোম’ নামে একটি এনজিও সংস্থা জেল থেকে ছাড়িয়ে তাদের হেফাজতে রাখেন।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কো-অর্ডিনেটর মুহিত হোসেন জানান, দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ আইনের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি নারী-শিশুদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাইটস, যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে বুঝিয়ে দেবেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত