শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডিমলায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডিমলা (নীলফামারী), ০৫ জানুয়ারি, এবিনিউজ : উপজেলা ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার শীতের সকালে সারাদিন ব্যাপী নানা আনন্দ উৎসবের মধ্য দিয়ে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ অফিস চত্তরে সকাল ৯ টা ৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্তিতে পূষ্পমাল্য অর্পণ করা হয়। দুপর ২ টার সময় উপজেলা ছাত্রলীগের সকল অঙ্গসংগঠন মিলে নীলফামারী জেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালীর কর্মসূচীতে যোগদান করে ফিরে বিকাল ৩ টায় উপজেলা ছাত্রলীগের একটি আনন্দ র‌্যালী বের করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে শেষ করে।

সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ অফিস কক্ষে কেক কেটে আনন্দ মুখোরিত ভাবে ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আবু সায়েম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দীন স্বাধীনের সঞ্চলনায় সংক্ষিপ্ত আলোচনা আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: আমিনুর রহমান, সাংগঠনিক ও সদর ইউনিয়ন সভাপতি ইরফান আহম্মেদ মিঠু, উপজেলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুর রশিদ লেবু সহ দলের সকল অঙ্গসংগঠন। আলোচনা শেষে মিষ্টি বিতরন করে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। রাত ৮ টায় ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭০ টি ফানুশ আলোয় আলোকিত করে আকাশ পানে উড়িয়ে দেয়া হয়।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত