বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কুলাউড়ায় মেয়র গোল্ডকাপ ফুবলের ফাইনাল সম্পন্ন

কুলাউড়ায় মেয়র গোল্ডকাপ ফুবলের ফাইনাল সম্পন্ন

কুলাউড়া (মৌলভীবাজার), ০৫ জানুয়ারি, এবিনিউজ : কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকালে কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হাসিখুশি ক্লাব বাদে মনসুর ও রবিরবাজার সুবজ দল। খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে হাসিখুশি ক্লাব বাদে মনসুর ৪-৩ গোলে রবিরবাজার সবুজ দলকে পরাজিত করে।

খেলা শেষে কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছের সভাপতিত্বে ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গির আলম সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদের যৌথ পরিচালনায় পুরুষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম বিপিএম, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম শফি আহমদ সলমান, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা, উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল মানিক, কুলাউড়া পৌর সভার ৮নং ওয়ার্ড কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল প্রমুখ।

এবিএন/ময়নুল হক পবন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত