অভয়নগর (যশোর), ০৬ জানুয়ারি, এবিনিউজ : অভয়নগর সংলগ্ন দক্ষিণ নড়াইলের ঐতিহ্যিবাহী সাংস্কৃতিক সংগঠন ভৈরব সংস্কৃতি কেন্দ্র’র সাংস্কৃতিক বিদ্যালয়ের উদ্বোধন ও সংস্কৃতি কেন্দ্রের ২০১৮-’১৯ সেশনের কমিটি গঠন গতকাল শুক্রবার সকালে সিংগাড়ী আঞ্চলিক গণগ্রন্থাগার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নবনির্বাচিত সভাপতি নাট্যকার হাফিজ আকুঞ্জী। সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ সব্যসাচী বিশ্বাসের সঞ্চালনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংগাড়ী আঞ্চলিক গণগ্রন্থাগার ও ভৈরব সংস্কৃতি কেন্দ্রের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবিরত্ন ডা. সেখ নূর মোহম্মদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা তাপস দাস, শিব শংকর দে, আমিনুর রহমান সুকেন বিশ্বাস, প্রভাষক তাপস বিশ্বাস, মাস্টার অমিতোষ বিশ্বাস, সাংবাদিক বি এইচ মাহিনী, বাবলুর রহমান, মেহেদী হাসান ইরান প্রমূখ।
এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি