বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শিবপুরে নব নির্মিত ৫ম তলা ভবনের শুভ উদ্বোধন

শিবপুরে নব নির্মিত ৫ম তলা ভবনের শুভ উদ্বোধন

নরসিংদী, ০৬ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর শিবপুরে কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৫ম তলা ভবনের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয় সংলগ্ন মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবন উদ্বোধন করেন- অনুষ্ঠানের উদ্বোধক বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানী উন্নয়ন ব্যুরো (যুগ্ম সচিব) এর সচিব আবু হেনা মোরশেদ জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তারেক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো: মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলু রায়, উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ভূইয়া প্রমূখ।

এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত