শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাভা‌রের জিরানী আমতলা সড়ক জলাশয়ে পরিণত

সাভা‌রের জিরানী আমতলা সড়ক জলাশয়ে পরিণত

সাভার, ০৬ জানুয়ারি, এবিনিউজ : ঢাকার সাভার উপজেলার জিরানী এলাকায় জিরানী আমতলা সড়কের বেহাল অবস্থায় প‌রে থাক‌লেও দীর্ঘ দিনের সংস্কার হয়নি। রহস্যজনক কারণে বন্ধ রয়েছে সড়ক‌টিরে সংস্কার কাজ। ফলে বর্তমা‌নে সড়কটি এক‌টি জলাশয়ে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে হাঁটু পানি জমে থাকায় অটোরিকশা, রিকশা উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এছাড়া যখন কোনো গাড়ি চলাচল করে তখন পানির ঢেউ সড়কের দুই পাশের দোকানের ভেতরে ঢুকে পরে। ফলে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে। তবে উপজেলা প্রকৌশলীর দাবি করছে সংস্কার কাজ চলছে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধির দাবি সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে।

ভুক্তভোগীরা জানায়, দীর্ঘ প্রায় এক যুগ পর জিরানী আমতলা সড়কের সংস্কার কাজ শুরু করলেও কাজের শুরুতেই বিভিন্ন অনিয়ম দেখা যায়। পুরাতন ইট দিয়েই কাজ শুরু করে কর্মরত ঠিকাদার। তবে হঠাৎ করে সামনের কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও জিরানী স্ট্যান্ড থেকে টেংগুরী পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে জলাশয়ে পরিণত হয়েছে। ফলে এ সড়ক দিয়ে চলাচলরত লক্ষাধিক মানুষের ভোগান্তি রয়েই গেছে।

তবে বর্তমানে এ সড়ক দিয়ে চলাচলরত মানুষের দুর্ভোগের শেষ নেই। পথচারীদের মুখে চাউর রয়েছে এটি জলাশয় নয়, মিনি কক্সবাজার। কারণ যখন যানবাহন চলাচল করে তখন ঢেউয়ের দুলনী কক্সবাজারের সমুদ্র সৈকতকেও হার মানাবে।

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানীর থেকে সড়কটির প্রবেশমুখে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতাল। এ হাসপাতালে প্রতিদিনই অসংখ্য রোগী আসে সেবা নিতে। এ ছাড়া সড়কটির প্রবেশ মুখে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সেই সাথে রয়েছে স্কুল কলেজ, মাদরাসা, ওল্ড হোম, বিভিন্ন দেশি বিদেশি শিল্প কারখানা। অথচ সড়কটির এমনই অবস্থা যে যানবাহনতো দূরের কথা খালি পায়ে মানুষজনও চলাচল করতে পারছে না। রাস্তাটি বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সেখানে প্রতিনিয়ত পানি জমে জলাশয়ে পরিণত হয়েছে। আর প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ সড়ক দিয়ে চলতে গিয়ে সুস্থ্য মানুষও অসুস্থ্য হয়ে পরছে।

গোহাইল বাড়ি এলাকার বাসিন্দা হাফিজুর রহমান হাফিজ জানায়, প্রতিদিনই কমবেশি এ সড়কটি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন পরে জিরানী আমতলা সড়কের সংস্কার কাজ শুরু করলেও সড়কের প্রবেশ পথ জিরানী থেকে টেঙ্গুরী পুকুরপাড় পর্যন্ত রয়েছে আগের অবস্তাতেই। ফলে এ অংশটুকু মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। আর জিরানীর সড়কের শুরুতে পানি জমে জলাশয়ে পরিণত হয়েছে। তিনি দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

সড়কটি দিয়ে চলাচলরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, সড়কটির বেহালদশার কারনে স্কুল কলেজে যেতে সমস্যা হচ্ছে। ফলে লেখাপড়ায় মারত্মক ব্যাঘাত হচ্ছে। মাঝেমধ্যে রিকশা বা অটোরিকশা উল্টে গিয়ে দুর্ঘটনায় পড়তে হচ্ছে। একই কথা বলেন এ সড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরাও।

শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ জানায়, এই সড়কে চলাচল করতে গিয়ে আমাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বলেন, জিরানী আমতলা সড়কের টেন্ডার আমি পাশ করিয়েছি। তবে কেন কাজ থমকে রয়েছে তা স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রকৌশলী বলতে পারবে। তবে তিনি সংস্কার থমকে থাকার বিষয়ে আরো বলেন, আমি যতটুকু জানতে পেরেছি ঠিকাদারি প্রতিষ্ঠান অন্য জায়গায় কাজ করতেছে তাই এই সড়কের কাজ বন্ধ রয়েছে।

সাভার উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ দাবি করেন, সড়কে কাজ চলছে।

তবে সরেজমিন গিয়ে এবং স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধির সাথে কথা বলে জানা গেছে, এ সড়কটির সংস্কার কাজ রহস্যজনক কারণে বন্ধ রয়েছে।

এবিএন/সো‌হেল রানা খান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত