শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শিয়ালের ফাঁদে ধরা পড়লো মেছো বাঘ!

শিয়ালের ফাঁদে ধরা পড়লো মেছো বাঘ!

রাজবাড়ী, ০৬ জানুয়ারি, এবিনিউজ : রাজবাড়ীতে কোয়েল পাখির খামারে পাতা শিয়াল ধরার ফাঁদে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘মেছো বাঘ’। গতকাল শুক্রবার দিনগত রাত ১১টার দিকে জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইকবাল হোসেন খানের খামারে ধরা পড়ে বাঘটি।

ইকবাল খানের ছেলে মিঠু খান বলেন, বেশ কয়েকদিন ধরে রাতে কোয়েল পাখির খামারে এসে পাখি খেয়ে যাচ্ছিলো কোনো প্রাণী। এতে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। আমরা প্রাণীটিকে শিয়াল ভেবে ধরার জন্য খামারে ফাঁদ পাতি। শুক্রবার রাত ১১টার দিকে আমি ফাঁদের কাছে গিয়ে দেখি বিরল প্রজাতির একটি মেছে বাঘ ধরা পড়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী সদর উপজেলা ফরেস্টার মো. ইউনুছ আলী বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। মেছো বাঘটিকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে পরবর্তীতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করবো।

তিনি আরও বলেন, মাছের প্রাচুর্য আছে এমন জলাশয় ও জঙ্গলে বাস করে মেছো বাঘ। তবে বর্তমানে স্থানীয় বিলগুলো শুকিয়ে গেছে। ফলে খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে এসব প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব বন্যপ্রাণী সংরক্ষণ করা অতি জরুরি।

এবিএন/রবিউল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত