
ঢাকা, ০৬ জানুয়ারি, এবিনিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অত্যন্ত কলঙ্কজনক দিন। এ দিনে তারা গণতন্ত্রকে হত্যা করেছে। গতকাল শুক্রবার ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আইনজীবী সমিতির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।