![আশুলিয়ায় বাসের ধাক্কায় রিকশা চালক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/accident_abnews_119016.jpg)
সাভার, ০৬ জানুয়ারি, এবিনিউজ : সাভারের আশুলিয়ার নরসিংহপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছে। আজ শনিবার সকালে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহত রিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। বাসটি ও তার চালককে অাটক করতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক জানায়, সকালে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রিকশা নিয়ে জামগড়ার দিকে আসছিলেন। আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় অাসলে যাত্রীবাহী একটি বাস তার রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি