বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

গাজীপুর, ০৬ জানুয়ারি, এবিনিউজ : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ধীর গতিতে চলছে যানবাহন।

মহাসড়কের কয়েকটি এলাকায় ট্রাক ফেঁসে যাওয়া এবং চারলেনের কাজ চলমান থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের ক্যাডেট কলেজ এলাকায় বেশ কয়েকটি ট্রাক ফেঁসে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে ওই মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকায় যানজটের সূত্রপাত হয়।

পরে এ যানজট টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত বিস্তৃতি লাভ করে। ফলে চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে যানজট।

যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যানবাহন চলছে ধীর গতিতে। তবে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত