বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হোসেনপুরে মাদকসেবীর হামলায় গুরুতর জখম ১

হোসেনপুরে মাদকসেবীর হামলায় গুরুতর জখম ১

হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৬ জানুয়ারী, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদকসেবীর হামলায় মুক্তিযোদ্ধার সন্তান গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরপুমদী বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর জখমপ্রাপ্ত মোহাম্মদ আলীকে উদ্ধার করে চিৎিসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

মোহাম্মদ আলী (৩৩) উপজেলার গৃদান গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সাহেব আলীর সন্তান এবং তিনি চরপুমদী বাজারে মনোহারী ব্যবসা করেন। স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাতে মনোহারী দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন মোহাম্মদ আলী। এসময় পার্শ্ববর্তী দক্ষিণ চরপুমদী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৬) ও তার সঙ্গীয় একই এলাকার খালেক মিয়ার ছেলে জসিম মিয়াকে (৩৩) নিয়ে দোকানে আসেন। দোকান বাকির বকেয়া টাকা চাইলে মোহাম্মদ আলীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মাদকসেবী রুবেল মিয়া।

এতে মোহাম্মদ আলীর মুখমন্ডলসহ শরীর রক্তাক্ত জখম ও প্রচুর রক্তক্ষরণ হয়। রাতেই স্থানীয়দের সহযোগিতার পরিবারের লোকজন উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়ভাবে গোষ্ঠীগত প্রভাব খাটিয়ে রবেল ও তার পরিবার সুদের লগ্নীটাকাসহ নিজে মাদক সেবন ও বিক্রয় করে আসছেন। এনিয়ে হামলার ভয়ে কেউ মুখ খুলতে চান না।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত