![বড়াইগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/lash_abnews_119039.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ০৬ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ তেল পাম্পের নিকটে ৮ নম্বর ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক যুবক (৪২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উদ্ধারকৃত লাশের নিকট থেকে একটি রক্ত মাখা লোহার রড পাওয়া গেছে। তবে লাশের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট ননীগোপাল জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয় এক ব্যক্তি ব্রীজের নিচে লুঙ্গি দিয়ে মোড়ানো অজ্ঞাত লাশটি দেখে পুলিশে খবর দেয়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির মুখোমন্ডল রক্তাত ছিল, এর পাশে রক্ত মাখা একটি লোহার রড পাওয়া গেছে। পরে উদ্ধারকৃত লাশটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের বিষয়টি হত্যাকান্ড বা সড়ক দুর্ঘটনা হতে পারে। লাশের পরিচয় এবং ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার ভাবে জানা জাবে। আপাতত এর বেশী বলা সম্ভব হচ্ছে না।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/এমসি