![আগৈলঝাড়ায় ঘণ কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/barisal_abnews24 copy_119042.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ০৬ জানুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় গত দু’দিন ধরে কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। অধিক শীত ও কুয়াশার কারণে নিম্ন মধ্যবিত্ত ঘরের লোকজন পরেছেন মহাবিপাকে। তারা দৈনন্দিন কাজের জন্য ঘর থেকে বের হতে পারছেন না।
গত কয়েকদিন ধরে শীতের কারণে হতদরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছে। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে পুরনো কাপড়ের দোকানে ভীড় বাড়ছে। গত দু’দিন ধরে আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে কনকনে শীত আর ঘণ কুয়াশা পাল্লা দিয়ে বাড়ছে। কুয়াশার কারণে দিনের বেশিরভাগ সময় পার হলেও সূর্যের দেখা মিলছে না।
ঘণ কুয়াশা আর কনকনে শীতের কারণে শিশু এবং বয়োবৃদ্ধদের ঠান্ডাজনিত রোগবালাই বেড়েই চলছে। অধিক কুয়াশার কারণে বীজতলায় ধানের চারা পুড়ে যাচ্ছে। শীতের কারণে সন্ধ্যার পরপরই রাস্তাঘাট ও হাট-বাজারে লোকজনের উপস্থিতি কমে যাচ্ছে। তীব্র শীত ও কুয়াশার কারণে দিনমজুর শ্রেণীর মানুষ তাদের কর্মস্থলে যেতে পারছে না। শীতের কারণে ঠান্ডাজ্বর, সর্দিকাশি, হাঁপানি ও ডায়রিয়ার প্রকোপ বেড়ে চলেছে। হাসপাতালে প্রতিদিনই শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ইফতমধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত কম্বল উপজেলায় এলেও তা শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি