![ধামরাইয়ে দুই নৈশপ্রহরীর লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/lash_abnews_119056.jpg)
সাভার, ০৬ জানুয়ারি, এবিনিউজ : ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার পরিত্যাক্ত একটি পানি ফ্যাক্টরি থেকে দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারখানাটির নাম অ্যালাইট। এখানে রং ও পানি তৈরি হতো। কারখানাটি দুই বছর ধরে বন্ধ রয়েছে। এ ঘটনায় বালাম মোল্লা (৫৫) নামে অপর এক নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- মানিকগঞ্জ জেলার রাজা মিয়া (৫০) ও বগুড়ার শহিদ মিয়া (৩৮)।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শরীফ জানায়, খবর পেয়ে ওই পানির কারখানায় গিয়ে ক্ষতবিক্ষত দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নৈশপ্রহরীকে আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) সাঈদ আল মামুন জানায়, কারখানায় তিনজন প্রহরী ছিলো। জীবিত এক প্রহরী তাঁকে জানিয়েছে, রাতে শৌচাগারের টিনের বেড়া ভেঙে কতিপয় দুর্বৃত্ত কারখানায় ঢুকে ওই দুজনকে হত্যার পর পালিয়ে যায়। তবে প্রাথমিক তদন্তে মনে হয়েছে, কারখানার ভেতরে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হতো। এর জের ধরে দুই প্রহরীকে হত্যা করা হয়ে থাকতে পারে। হাতুড়ি বা অন্য কোনো ভারী বস্তুর আঘাতে তাঁরা মারা গেছে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি