![পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/abnews-24.bbbbbbbbbbbb_119057.jpg)
পঞ্চগড়, ০৬ জানুয়ারী, এবিনিউজ : পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহফুজুর রহমান এটম (৩০) নামে একজনের নিহত হয়েছে। অপরদিকে মাজেদুল ইসলাম বাবু (২৮) নামে একজন আহত হয়েছে। নিহত এটম পঞ্চগড় সদর এর ধাক্কামারার আব্দুর রশিদ এর ছেলে। আহত বাবু (৩০) সদর এর পূর্ব জালাসী এলাকার মৃত রায়হান হোসেনের ছেলে। আজ শনিবার দুুপুর ২টার সময় বোদ উপজেলার বোদ বাইপাশে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত এটম মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে বোদা যাওয়ার সময় বোদা বাইপাশে এশিয়ান হাইওয়ের উপর একটি কুকুরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি দশচাকার ট্রাক পিছন থেকে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এটম। আহত অবস্থায় প্রথমে বাবুকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ নিহত এটম এর লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপালে প্রেরণ করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেন।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা