শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

প্রচন্ড শীতে কাঁপছে পুরো পঞ্চগড়

প্রচন্ড শীতে কাঁপছে পুরো পঞ্চগড়

পঞ্চগড়, ০৬ জানুয়ারী, এবিনিউজ : পৌষমাসের শুরুটা যেমনি হোক না কেন গত ৩-৪ দিনের টানা শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় কাপছে হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড়। আগে তাও মাঝে মাঝে দিনে সূর্য দেখা যেতো আর এখন দিনেও সূর্য উঠছে না। হিমালয় কাছে হওয়ায় দিন যতই যাচ্ছে পাহাড় থেকে বয়ে আসছে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ আর শীত।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উঠা নামা করছে পঞ্চগড়রে তাপমাত্রা। আজ শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বনি¤œ তাপমাত্রা রেকড করা হয়েছে ৯.৪ ডিগ্রী সেলসিয়স। হিমালয় থেকে বয়ে আসা শীত আর শৈত্যপ্রবাহে কঠোর হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। এদিকে শীত বেড়ে যাওয়ায় ছিন্নমূল ও হতদরদ্রি মানুষরে আয় উর্পাজনও কমে গেছে। ৩-৪ দিন ধরে পঞ্চগড়রে উপর দিয়ে বইছে পাহাড়ী হিমেল হাওয়া।

শীতের হাত থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে অনকেইে। অনেকেই কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

আবার কেউ গরম কাপড় পরে বেড়িয়ে পড়েছেন জীবিকার তাগিদে। সন্ধ্যে নামলইে সুনসান নরিবতা নেমে আসছে পুরা পঞ্চগড় শহরজুড়ে। সন্ধ্যার পর পরইে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে চারদকি। এতে করে অত্যন্ত সর্তকতার সঙ্গে যানবাহন চালাতে হচ্ছে চালকদের। গভীর কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে দিনের বেলাতেও। সন্ধ্যার পর থেকে রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের মাত্রাও।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত