![বোদায় জেএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_119083.jpg)
বোদা (পঞ্চগড়), ০৬ জানুয়ারী, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় জেএসসি পরীক্ষায় ফেল করায় বিনা রানী নামের এক শিক্ষাথী গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আটিয়াগ্রামে। সে আটিয়াগ্রামের হরপদ রায়ের কন্যা।
খারিজা মাডেয়া উচ্চ বিদ্যালয়ের থেকে সে এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। ইংরেজি ১টি বিষয়ে ফেল করায় সবার উপর অভিমান করে সে গলায় রশ্বি দিয়ে ফাস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সাথে সাথে তাকে বোদা সদর হাসপাতালে নিয়ে আসা হলে এখানকার কর্তব্যরত ডাক্তার তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতেল প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা