![বাউফলে লঞ্চের ধাক্কায় কৃষক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_119085.jpg)
বাউফল (পটুয়াখালী), ০৬ জানুয়ারী, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে লঞ্চের থাক্কায় নৌকা উল্টে আফজাল হাওলাদার (৪৫)নামে এক কৃষক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের আফজাল হাওলাদার গতকাল শুক্রবার ভোরবেলা নৌকা নিয়ে ধান আনতে চর নিমদি যাচ্ছিলেন।
এমন সময় ঢাকা- কালাইয়া রুটের যাত্রীবাহী দোতলা লঞ্চ ধূলিয়া-১ নারখালী নামক এলাকায় নৌকাটিকে ধাক্কা দিলে নৌকা উল্টে আফজাল পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দেয়। এতে তার অবস্থার উন্নতি না হলে ওই দিন সন্ধ্যায় মারা যান তিনি। তবে লঞ্চ কর্তৃপক্ষের যোগসাজসে স্থানীয় প্রভাবশালীদের চাপে ২৫ হাজার টাকা লেনদেনে তড়িঘরি করে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে আফজালের স¦জনদের।
এবিএন/দেলোয়ারহোসেন/জসিম/তোহা