![দৌলতপুর ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_119092.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ০৬ জানুয়ারী, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের সেক্রেটারী আব্দুল কাদেরের বিরুদ্ধে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আন্দোলনের বাজার প্রত্রিকায় ১ম পাতায় “যুবলীগ নেতা কাদেরের অস্ত্রের মজুদ সম্পর্কে বক্তব্যে ব্যাপক তোলপাড়” শিরোনামে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে আজ শনিবার দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। জানাযায়, গত ০৪ জানুয়ারী দৌলতপুর উপজেলা চত্বরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন ও কেক কাটার মাধ্যমে শেষ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার কোন ব্যবস্থা ছিলনা এবং সেখানে কেউ কোন বক্তব্যও রাখেনি বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
তারা আরোও জানান, দৈনিক আন্দোলনের বাজার প্রত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তার কোন ভিত্তি নেই। ছাত্রলীগের পক্ষ থেকে এমন সংবাদের প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক চঞ্চল এক বিবৃতিতে বলেন, যুবলীগ সেক্রেটারী আব্দুল কাদেরের বিরুদ্ধে আমার বক্তব্য অনুসারে যে সংবাদ ছাপানো হয়েছে সেটা সম্পূর্ন মিথ্যা, আমার অজান্তেই এই সংবাদ প্রকাশ করা হয়েছে আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, থানা ছাত্রলীগের সিনিয়র যুন্ম আহবায়ক মাজহারুল ইসলাম পিকলু, যুগ্ম আহবায়ক কবির খান, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ্ আমান, হিরোজ আল-মামুন, আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, মাইনুল ইসলাম, সদস্য টাইগার হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
এবিএন/জহুরুল হক/জসিম/তোহা