![কয়রায় মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_119097.jpg)
কয়রা (খুলনা), ০৬ জানুয়ারী, এবিনিউজ : খেলধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এ প্রতিপাদ্য নিয়ে গত ৬ জানুয়ারি কয়রা উপজেলা সদরের মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন খুলনা অফিসের আয়োজনে মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে খেলায় প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন খুলনার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক। আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, অধ্যক্ষ এসএম আমিনুর রহমান, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, আওলাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ প্রমুখ। খেলায় মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গোলে গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন। খেলা শেষে পুরস্কার বিতরন করা হয়।
এবিএন/শহিদুল্লাহ শাহিন/জসিম/তোহা