![ভোলায় হাত ধোয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/hat_abnews_119098.jpg)
ভোলা, ০৬ জানুয়ারি, এবিনিউজ : “পরিচ্ছন্নভাবে হাত ধোন, সুস্থ থাকুন- সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন”এই স্লোগানকে সামনে রেখে ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের কিশোরী ক্লাব ও তাদের অভিবাবকদের সচেতন করতে অনুষ্ঠিত হয়েছে হাত ধোয়ার উপর বিশেষ ক্যাম্পেইন।
ইউনিসেফ এর সহায়তায় কোস্ট ট্রাস্ট (আইইসিএম) প্রকল্পের আয়োজনে আজ শনিবার বিকেলে ভোলা পৌর ৬ নং ওয়ার্ডের রারি বাড়ীতে হাছনাহেনা কিশোরী ক্লাবের মেয়েরাও তাদের অভিবাবকরা এই ক্যাম্পেইনে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন- আইইসিএম প্রকল্পের এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার মো: আদিল হোসেন তপু, মহিলা নেতৃ নাজনিন আক্তার রুমা, আলআমিন এম তাওহীদ প্রমুখ।
ক্লাবে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শিখান হাছনাহেনা ক্লাবের পিআর লিডার সীমা ও হোসেনেয়ারা বেগম। এ সময় কিশোরীদের মধ্যে বক্তব্য রাখেন হোসেনেয়ারা, ছালেহা, আলো, সিমু, হাফিজা।
এ সময় বক্তারা বলেন, সঠিকভাবে হাত না ধুলে নানা রোগের বিস্তার ঘটে। শিশুদের ছোট বেলা থেকে সঠিক ভাবে হাত ধোয়ার কৌশল শিখাতে হবে। বিশেষ করে টয়লেট থেকে ফিরে, খাবারের আগে, হাঁচিকাশির পর, অসুস্থ রোগীর সেবা করলে, শিশুর রান্না করার আগে, শিশুকে খাওয়ানোর আগে, খাবার পরিবেশন করার আগে সঠিকভাবে হাত ধৌত করতে হবে।
অনেকে শুধু হাতে পানি লাগান। এতে কিন্তু হাত ধোয়া হয় না। এতে কিছুটা ময়লা পরিষ্কার হয় হয়তো কিন্তু জীবাণু কিন্তু থেকে যায়। তাই অবশ্য সাবান দিয়ে হাত ধুতে হবে। সাবান না থাকলে ছাই দিয়ে ধুতে পারেন। যেখানেই থাকুন, হাত জীবাণুমুক্ত রাখুন। নিয়মিত হাত ধোন, সুস্থ থাকুন। পরিষ্কার পরিচ্ছন অংশ হিসাবে হাত ধোয়া ও নিজেকে পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্ব পূর্ন কাজ। সঠিক সময় হাতধৌত করি সুস্থ সমাজ গড়ে তুলি।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি