![ফেনীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_119101.jpg)
ফেনী, ০৬ জানুয়ারী, এবিনিউজ : ফেনীর দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ আজ শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের (সদর) সাংসদ নিজাম উদ্দিন হাজারী। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আবুল বাশারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শিখা সেন গুপ্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঞা, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখবেন স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা সমগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের আরও বেশী করে নজর দিতে হবে। শিক্ষকরা নিয়মিত পাঠ দিয়ে তা শিক্ষার্থীদের নিকট থেকে আদায় করতে হবে। শিক্ষার্থীরা বাড়িতে ঠিকমত লিখাপড়া করে কিনা অভিভাবকদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্মিলিত ভাবে বাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে হবে। প্রয়োজনে জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/তোহা