শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
বন্দরে হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়

শিক্ষক লাঞ্চিত করার ঘটনায় আপোষ মিমাংসা

শিক্ষক লাঞ্চিত করার ঘটনায় আপোষ মিমাংসা

বন্দর, ০৬ জানুয়ারি, এবিনিউজ : বন্দরে হাজী আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মোঃ শাহ আলম ভুইয়াকে একই শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি নূরে এ ওসমানি কর্তৃক লাঞ্চিত ঘটনায় আপোষ মিমাংশা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে প্রাক্তন ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হওয়ার পর ওই দিন রাতে বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরী সভার মাধ্যমে উভয়কে ডেকে এনে এ বিষয়ে আপোষ মিমাংশা করে।

আপোষের সময় উপস্থিত ছিলেন- হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি মোঃ মঈনুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব এম.এ গনী, অভিভাবক সদস্য হারুন অর রশীদ, মোঃ কামাল হোসেন, মানিক মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি মর্জিনা বেগম, শিক্ষক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, আব্দুল লতিফ, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি উম্মে কুলসুম প্রমুখ।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঈনুল হাসান ও প্রধান শিক্ষক এম.এ গনী সাংবাদিকদের জানান, গত ৩১ ডিসেম্বর অভিভাবক প্রতিনিধি নূর এ ওসমানী ক্লাশ রুমে প্রবেশ করে শিক্ষার্থীদের সামনে প্রবানী শিক্ষক মোঃ শাহ আলম ভূইয়াকে অপমান জনক কথা বলে।

এর প্রেক্ষিতে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে পরলে বিদ্যালয় পরিচালনা কমিটি রাতেই জরুরী সভায় উভয়কে ডেকে আনে।

পরে তাদের সাথে কথা বলে সুষ্ঠ সমাধানের মাধ্যমে এ ঘটনার পরিসমাপ্ত করা হয়। নিয়ে তাদের মধ্যে আরো কোন বিরোধ নেই বলে তারা দুই জনেই বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে লিখিত দেয়। বর্তমানে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে বলে তারা আরো জানান।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত