শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কাটা পড়ছে যশোর-বেনাপোল মহাসড়কের শতবর্ষী ২৩১২টি গাছ
যশোর-বেনাপোল মহাসড়ক শিগগিরই চার লেনে উন্নীত

কাটা পড়ছে যশোর-বেনাপোল মহাসড়কের শতবর্ষী ২৩১২টি গাছ

কাটা পড়ছে যশোর-বেনাপোল মহাসড়কের শতবর্ষী ২৩১২টি গাছ

যশোর, ০৬ জানুয়ারি, এবিনিউজ : যশোর-বেনাপোল মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হচ্ছে শিগগির। ইতিমধ্যে সড়ক নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। আজ উচ্চ পর্যায়ের এক বিশেষ সভায় ওই মহাসড়কের দুই ধারে থাকা গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে। দ্রুতই এই কাজে হাত দেওয়া হবে।

আজ শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'যশোর-বেনাপোল মহাসড়ক যথাযথ মানের ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় রাস্তার দুই পার্শ্বে গাছসমূহ অপসারণের বিষয়ে' এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।

সভায় জানানো হয়, গুরুত্বপূর্ণ মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের জন্য ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। শিগগির এই কাজ শুরু হবে। কিন্তু বর্তমানে মহাসড়কটির দুই পাশে নতুন-পুরনো অনেক গাছ রয়েছে। সেগুলো রেখে মহাসড়ক চার লেন করা সম্ভব না। সেকারণে জনস্বার্থে গাছ কাটতে হবে।

কাটা পড়ছে যশোর-বেনাপোল মহাসড়কের শতবর্ষী ২৩১২টি গাছ

সভা সূত্র জানায়, গাছ কাটার ব্যাপারে উপস্থিত সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের কেউ দ্বিমত করেননি। রাস্তা নির্মাণের পর দুই ধারে নতুন করে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। তবে যে গাছ রাস্তার ক্ষতি করবে না, তেমন বৃক্ষরোপণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- কাজী নাবিল আহমেদ এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, অ্যাডভোকেট মনিরুল ইসলাম এমপি, সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন ও আব্দুল মালেক, স্থানীয় সরকার বিভাগ, খুলনার পরিচালক হোসেন আলী খন্দকার, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসাইন শওকত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুজ্জামান, শার্শা প্রেসক্লাবের সম্পাদক ইয়ানূর রহমানসহ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানরা।

সভা শেষে জানতে চাইলে প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন জানান, মহাসড়কটিতে দুই হাজার তিনশয়ের বেশি গাছ আছে বলে জানানো হয়। তবে এ নিয়ে বিতর্ক আছে।

কাটা পড়ছে যশোর-বেনাপোল মহাসড়কের শতবর্ষী ২৩১২টি গাছ

তিনি জানান, গাছ কাটার ব্যাপারে যশোর, ঝিকরগাছা ও শার্শা উপজেলা পরিষদ এবং যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আগেই সিদ্ধান্ত হয়। বিদ্যমান গাছ নিয়ে সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা পরিষদের মধ্যে যে বিরোধ আছে, তা আন্তঃমন্ত্রণালয় সভায় নিষ্পত্তি করা হবে।

প্রসঙ্গত, প্রসিদ্ধ যশোর রোডে (যশোর থেকে কলকাতা) নড়াইলের জমিদার কালিবাবুর তত্ত্বাবধানে লাগানো প্রাচীন গাছগুলোর মধ্যে অল্পকিছু এখনও জীবিত আছে। এগুলোর আয়ু শেষের পথে। এর আগে নানা সময়ে অসাধু ব্যক্তিরা বহু গাছ কেটে নিয়ে গেছে। আর বিভিন্ন সময়ে মহাসড়কটিতে নতুন করে কিছু গাছ লাগানো হয়। সড়ক উন্নয়নের জন্য সীমান্তের ওপারে যশোর রোডেও প্রাচীন গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

এবিএন/ইয়ানূর রহমান/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত