বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ফেনীতে বাস খাদে পড়ে নিহত ৭, আহত ২৫

ফেনীতে বাস খাদে পড়ে নিহত ৭, আহত ২৫

ফেনী, ০৬ জানুয়ারি, এবিনিউজ : ফেনী মাইজদী সড়কের দাগনভুঁইয়া থানার বেকের বাজার নামক স্থানে বাস, মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত ও ২৫জন আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কে আমিনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীতে বাস খাদে পড়ে নিহত ৭, আহত ২৫

দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে লক্ষীপুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের বাস (ঢাকা-মেট্রো-ব-১৪৫৪-৮৫) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও সিএনজি অটো রিক্সার ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪জন ও পরে হাসপাতালে নেয়ার সময় আরও দুইজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন।

উদ্ধার কার্যক্রমে তৎপর স্থানীয়রা আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফেনীতে বাস খাদে পড়ে নিহত ৭, আহত ২৫

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বাসের চালক মো. হানিফ (৬৩) ও যাত্রী ভোলার আবুল কালাম (৪০)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এদের মধ্যে কোনও নারী বা শিশু নেই। হতাহতদের বেশিরভাগই বাসযাত্রী।

আহতদের দাগনভুঁইয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসিম কুমার সুত্র জানিয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত