বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রবিবারের রাশিফল

রবিবারের রাশিফল

ঢাকা, ০৭ জানুয়ারি, এবিনিউজ : পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। এস্ট্রস্যাজ.কম এ দেওয়া এই দৈনিক রাশিফলে আমরা সঠিক জ্যোতির্বিজ্ঞানের আধারে ভবিষ্যফল লিখি।

এইরকম সাপ্তাহিক রাশিফলে আমরা সূক্ষ্মতম জ্যোতিষীয় গণনার ধ্যান রাখি। যদি মাসিক রাশিফলের কথা বলি তো মানদণ্ড এটার ক্ষেত্রেও প্রযোজ্য। বার্ষিক রাশিফলে আমাদের বিদ্যবান তথা অনুভবী জ্যোতিষীরা সারাবছরের সমস্ত গ্রহদের পরিবর্তন, গোচর এবং অন্য ব্রহ্মান্ডীয় গণনার মাধ্যমে বর্ষের বিভিন্ন দৃষ্টিকোণ যেমন স্বাস্থ্য, বৈবাহিক জীবন ও প্রেম, ধন-ধান্য ও সমৃদ্ধি তথা চাকুরী-পেশা এর মতো সমস্ত বিষয়ে পূর্ণ বিবেচনা করেছেন।

বিশেষতঃ আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক ধ্যান রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে-

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো কোনো বিষয় দিয়ে শুরু হতে পারে। প্রেম ও রোমান্সে সফলতা আসবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যেতে পারে। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। শিল্পী ও কলাকুশলী ও সৃজনশীল পেশার সাথে জড়িতদের সকালটা ভালো যাবে। দুপরের পর সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। শরীর দূর্বল হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২

বৃষ (২১ এপ্রিল - ২১ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। মায়ের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। যানবাহন ক্রয় করতে পারেন। আপনার জমি-জমা সংক্রান্ত কোনো কাজে সাফল্য আসবে। দুপরের পরে বিদ্যার্থীরা ভালো ফল লাভের আশা করতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। সৃজনশীল পেশাজীবীরা কোন কাজের অর্ডার পেতে পারেন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৩

মিথুন (২২ মে – ২১ জুন): মিথুন রাশির জাতক জাতিকার আজ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে প্রেস ও মুদ্রণ ব্যবসায় ভালো আয় হবে। বিদেশ থেকে ভালো কোনো অর্ডার আসতে পারে। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। দুপরের পর প্রত্যাশা পূরণের যোগ। বাড়ীতে কোনো আত্মীয়র আগমন হতে পারে। যানবাহন ক্রয় বিক্রয় শুভ।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকাল থেকেই আর্থিক সঙ্কটে ভুগতে পারেন। বকেয়া টাকা আদায় করতে বেগ পেতে হবে। খাদ্য ও পানিয় ব্যবসায় ভালো আয় হবার যোগ রয়েছে।হোটেল রেস্টুরেন্ট ব্যবসা শুভ। বিকালের দিকে বস্ত্র ও অলঙ্কার ব্যবসায় ভালো আয় হবে। প্রতিবেশী কারো সাহায্য পেতে পারেন। বিকাশ ও মানিট্রান্সফার ব্যবসায় লাভের আশা করা যায়।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ২

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে রহস্যজনক কারনে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাথে বিবাদের আশঙ্কা প্রবল। আপনার প্রাপ্য অর্থ আদায় করতে পারবেন। দুপরের পর সময় অনুকূল থাকবে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো লাভে হবে।

শুভ রং: আকাশি

শুভ সংখ্যা: ৩

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজ কন্যার জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল বলা যায়। সাংসারিক কারনে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। আর্থিক অবস্থা কিছুটা নাজুক বলা যায়। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সীর ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হতে চলেছে। দুপরের পর সময় ভালো হয়ে উঠবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের সমাধান হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। বড় ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। বন্ধুর সাথে প্রেম সংক্রান্ত বিষয়ে ভুল বুঝাবুঝির সম্মূখীন হতে পারেন। ব্যবসায় বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। চাকরীজীবীরা কর্মস্থল থেকে কোনো ঋণ নিতে পারেন। দিনের শেষে সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। হটাৎ করে দূরে কোথাও যেতে পারেন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): দিনটি শুভ সম্ভাবনাময়। বেকারদের চাকরী লাভের যোগ প্রবল। কোনো রাজনৈতিক কাজে সুফল পেতে পারেন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে কারো সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। ব্যবসায়ীক কাজে কিছু আলাপ আলোচনা হতে পারে। পিতার সাথে সম্পর্কের অবনতি হতে চলেছে। বিকালের দিকে বকেয়া বিল আদায় করতে পারবেন। ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ ভাগ্য উন্নতির সম্ভাবনা। বৈদেশীক কাজে অগ্রগতি হতে থাকবে। বিদেশে উচচ শিক্ষার জন্য কোনো পরীক্ষা দিতে হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক ভ্রমনের সম্ভাবনা প্রবল। জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে কারো সহায়তা পেতে পারেন। দুপরের পর চাকরীজীবীদের সময় ভালো হয়ে উঠবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৫

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে বাধা বিপত্তি দেখা দেবে। কিছু অর্থ ঋণ করতে হবে। ব্যবসায়ীক কাজে কোনো বন্ধুর প্রতারণার কারনে ক্ষতিগ্রস্ত হবেন। পাওনাদারের সাথে ভুল বুঝাবুঝি দেখা দেবে। দুপরের পর ভাগ্য আপনার সহায় হবে। কোন আধ্যাত্মীক কাজে অংশ নিতে পারেন। বিদ্যার্থীরা শিক্ষকের সাহায্য পেতে চলেছেন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীক অবস্থা খুব একটা ভালো যাবে না। সাংসারিক জীবনে কিছু ভুল বুঝাবুঝির সম্মূখীন হতে হবে। জীবন সাথীর সাথে অকারনে কলহে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। আপনার রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন।দুপরের পর পাওনাদারের তাগাদা পেতে পারেন ব্যাংক ঋণের চাপ বৃদ্ধি পাবে। ঝুকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছু আয় হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। কর্মস্থলে সহকর্মীদের সাথে ভুলবুঝাবুঝির আশঙ্কা রয়েছে। হটাৎ করে ভাইরাস জ্বরে আক্রান্ত হতে পারেন। কাজের লোক থেকে সাবধান হতে হবে। কোন গোপন সম্পর্কের কথা প্রকাশ হতে পারে। দুপর থেকে সময় কিছুটা ভালো হয়ে উঠবে। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৩

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত