শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নরসিংদীতে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ৩

নরসিংদীতে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ৩

নরসিংদী, ০৭ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর সদর উপজেলায় মোটরসাইকেল খাদে পড়ে ৩ আরোহীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার মেঘনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস মোল্লা বলেন, সকালে ৩ ব্যক্তি মোটরসাইকেলে করে মেঘনা বাজার থেকে মাধবদীর দিকে যাচ্ছিলেন। পথে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি দেয়ালে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান ওসি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত