
মুন্সীগঞ্জ, ০৭ জানুয়ারি, এবিনিউজ : মুন্সীগঞ্জে গাজী গ্রুপ ইন্টারন্যাশনালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সদর উপজেলায় সুপার মার্কেটস্থ চৌধুরী ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজী ইন্টারন্যাশনালের জিএম মোঃ ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেড অব সেলস মোঃ সালাউদ্দিন, ডিএনএসএম মোঃ মোস্তাফিজুর রহমান, ডিএনএসএম আনোয়ার কবির। এছাড়াও উপস্থিত ছিলেন জাকির হোসেন মিঠু, হাসিনা খাতুন ও মোঃ সাইদুর রহমান সহ গাজী গ্রুপ ইন্টারন্যাশনালের সম্মানিত কর্মকর্তা কর্মচারীগণ।
মতবিনিময় সভায় মোঃ ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বলেন, গাজী গ্রুপ আজ বিশ্বে গুনগত মানের দিক দিয়ে সুনাম ছড়িয়েছে।
তিনি ডিলার ও বিক্রেতাদের উদ্দেশ্য করে বলেন, আমাদের গ্রুপের পণ্য বিক্রি করার দায়িত্ব আপনাদের আর নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আমাদের।
ক্রেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা গাজী গ্রুপের পণ্য নিশ্চিন্তে ক্রয় করতে পারেন কারণ, আমরা যেকোনো পণ্যের উপর দুই বছর ওয়ারেন্টি প্রদান করে থাকি। এর মধ্যে যে কোন সমস্যা হলে তা বিনা খরচে ঠিক করে দিয়ে থাকি। বাজারে একই ধরণের পণ্য বিক্রি করা হয় সমান মূল্যে কিন্তু সেটি টেকসই হয় কম। কারণ তাদের গুণগত মান ভালো নয়। একজন বাড়ি নির্মাণ করতে গেলে সে অবশ্যই গুণগত মানসম্পন্ন পণ্য ক্রয় করতে চাইবে। আর এ বিষয়টি তাদেরকে অবগত করা আপনাদের দায়িত্ব।
আপনাদের পণ্য ও সার্ভিস ভালো এ বিষয়টি যদি কোন ক্রেতা মনে করেন তাহলে আপনাদের সুনাম বাড়বে। আর যদি ভালো না বলে তাহলে আপনার চৌদ্দ গোষ্ঠির নাম ডুবে যাবে। বিষয়টিকে আপনাদের মাথায় রাখতে হবে। গুণগত মানের কারণেরই প্রতিবছর বাংলাদেশের বাজারে প্রায় ৬ থেকে ৭ লক্ষ পাম্প দিচ্ছে এবং সারা বিশ্বে প্রায় ১ কোটি ৪৭ লক্ষ পণ্য বাজারে ছাড়া হচ্ছে। গ্রাহকরা যেন কোন রকমের সমস্যায় না পরে সে বিষয়টির জন্য আমরা ২৩০ জন ইঞ্জি. টেকনিসিয়ানকে বেতন দিয়ে রেখেছি। যেন গ্রাহকের কোন সমস্যা না হয়।
মতবিনিময় শেষে মুন্সীরহাটের মদিনা মেশিনারীজের প্রোপাইটর মোঃ সাইদুর রহমানকে ১ মাসে ১৯ লক্ষ টাকা টার্গেট পূরণ করায় একটি মোটর সাইকেল প্রদান করে থাকে।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/এমসি