![আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধে আহত দম্পত্তি হাসপাতালে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/07/agailjhara logo_119202.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ০৭ জানুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক দম্পত্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীকে মারধর করে দাঁত ফেলে দিয়েছে প্রতিপক্ষরা। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এজাহার, আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের আবু আলম প্যাদা ও জালাল হাওলাদারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার বিকেলে জালাল হাওলাদার ও তার স্ত্রী মোর্শেদা আক্তার নাজমা কাজ জমিতে করতে গেলে তাতে বাঁধা দেয় আবু আলম প্যাদা।
এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে আবু আলম প্যাদা, তার মাদকসেবী ছেলে কায়েদে আজম জালাল ও তার স্ত্রী মোর্শেদা আক্তার নাজমাকে কোদাল দিয়ে মারধর করে করে কাদায় চুবিয়ে হত্যার চেষ্টা চালায়। হামলায় বৃদ্ধ জালালের ৩টি দাঁত ভেঙ্গে ফেলে হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন কৃষক দম্পত্তিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মোর্শেদা আক্তার নাজমা বাদী হয়ে গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি