শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চকরিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চকরিয়া, ০৭ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় ইয়াবাসহ মো.শাকিল (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। তার কাছ থেকে ১৯৯০পিস ইয়াবা বড়ি। গতকাল রবিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকা থেকে চট্টগ্রামমুখি হানিফ পরিবহনের একটি যাত্রবাহিবাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়ার আবদুস সাত্তারের ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালালে শাকিল নামের এক যুবকের ডান পায়ে স্কচটেপ মোড়ানো ১৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এবিএন/ মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত