![গোদাগাড়ীতে দেওপাড়া ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/07/abnews-24.bbbbbbbb_119235.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), ০৭ জানুয়ারী, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে দেওপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকার বিভিন্ন গ্রামের হত দরিদ্র ১০০ নারী- পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ রবিবার সকাল ১০ টায় খরচকা এলাকায় আলোচনা সভা শেষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ,বিশেষ অতিথি ছিলেন,দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ওলিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, দেওপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা আওয়ামীলীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিরাত উদ্দিন সাহিন প্রমুখ।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/তোহা