![বোদায় শৈত্য প্রবাহে অতিষ্ঠ জনজীবন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/07/abnews-24.bbbbbbbbbbbbbb_119243.jpg)
বোদা (পঞ্চগড়), ০৭ জানুয়ারী, এবিনিউজ : সারা দিন শৈত্য প্রবাহ থাকায় পঞ্চগড়ের বোদায় মানুষের জন জীবন ব্যহত। সরজমিনে দেখা গেছে, মানুষ হাটে বাজারে, বাসা বাড়িতে আগুনের কুন্ডলি জ্বালিয়ে শীত নিবারনে চেষ্টা চালাচ্ছে। কনকনে ঠান্ডায় সাধারন শ্রমিক কাজে যোগদান করতে পারেনি। অধিকাংশ সময় মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। ফলে জন জীবনে স্থবিরতা দেখা দিয়েছে। এই ঠান্ডায় সব থেকে বেশী দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। সাধারন মানুষ যাদের শীত নিবারনের ব্যবস্থা নেই তারা কোন রকম সামান্য ছেড়া কম্বল কাথা দিয়ে শীত নিবারনের জোড় চেষ্টা চালাচ্ছে।
হাড় কাপানো এই ঠান্ডায় হিমালয় কন্যা পঞ্চগড়ের মানুষের যেন দুর্ভোগের অন্ত নেই। সমাজের সাধারন মানুষের চাওয়া যেন এই শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য বিত্তবানেরা শীত বস্ত্র নিয়ে এসব অসহায় মানুষের পাশে এসে দাড়ান। উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জানা গেছে শীতের ব্যাপারে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা গ্রহনে উর্দ্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করা হয়েছে। আশা করা যাচ্ছে এসব শীতার্থ অসহায় মানুষদের খুব দ্রুত শীতবস্ত্র বিতরন করা হবে।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা