শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo
  • হোম
  • উবাচ
  • ‘আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই নির্বাচন’

‘আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই নির্বাচন’

‘আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই নির্বাচন’

ঢাকা, ০৭ জানুয়ারি, এবিনিউজ : আন্দোলনের মাধ্যমে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক প্রতিবাদ সভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘২০১৪-এ ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নাটক এই বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। এ দেশের জনগণ করতে দেবে না। একবার প্রতারণা করেছেন, আরেকবার যাবে না। এ দেশের মানুষ প্রস্তুত আছে, তারা তাদের ভোটের অধিকারের জন্য এবার রাস্তায় নামবে। আমরা বিএনপি জাতীয়তাবাদী শক্তি, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি জনগণের পাশে থাকব। ইনশাআল্লাহ এ দেশে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার আদায় করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ হবে। যেই নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়া, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শক্তি সেখানে অংশগ্রহণ করবে।’

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত