![খাগড়াছড়ির মাইনী সেনা ট্রেনিং সেন্টারে নবীনদের শপথ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/07/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_119256.jpg)
খাগড়াছড়ি, ০৭ জানুয়ারী, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যদিয়ে তৃতীয় দফায় এ সেন্টার থেকে ৯৪৯ সৈনিক দীর্ঘ ৬ মাসের মৌলিক ট্রেনিং শেষে পদাতিক ডিভিশনে সৈনিক হিসেবে যোগ দিলেন। শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালার মাইনী এ্যাডহক ফরমেশন রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ’সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র দেশের তরে এ শ্লোগানে’ খাগড়াছড়ির দীঘিনালা মাইনী সেনা ট্রেনিং সেন্টারে সেনাবাহিনীর নতুন সদস্যদের কুচকাওয়াজ ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে ।
চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ২০৩ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন। নবীন সৈনিকরা স্ব-স্ব ধর্মের গ্রন্থ হাত রেখে দেশ মাতিৃকার জন্য জীবন উৎসর্গ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।
এ সময় এসময় ২০৩ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জগলুল আহমেদ চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, দীঘিনালা জোন অধিনায়ক লে: কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ লে: কর্ণেল তাজুল এবং অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিনসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সৈনিকদের আত্বীয় স্বজনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় তিনি প্রশিক্ষিত নবীন সেনা সদস্যদের উদ্দ্যেশ্যে বলেন, দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হবার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আত্মবিশ^াস নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ সেনাসদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে আরো দু’দফা এ সেন্টার থেকে সৈনিকরা দীর্ঘ ৬ মাস করে মৌলিক ট্রেনিং শেষে পদাতিক ডিভিশনে সৈনিক হিসেবে যোগ দিলেন।]
দুপুরে দীঘিনালার কবাখালীতে নবনির্মিত মাইনী সেনা ট্রেনিং সেন্টারে এসময় তিনি ৯’শ ৪৯ জন নব নিযুক্ত তরুণ সেনা সদস্যকে বাংলাদেশ সেনাবাহিনীতে স্বাগত জানান। সেনাবাহিনীর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহন ও কুচক্ওায়াজ অনুষ্ঠানের মধ্যদিয়ে তৃতীয় দফায় এ সেন্টার থেকে ৯৪৯-সৈনিক দীর্ঘজন ৬ মাসের মৌলিক ট্রেনিং শেষে পদাতিক ডিভিশনে সৈনিক হিসেবে যোগদিলেন।
ছয় মাসের প্রশিক্ষণে বিভিন্ন ইভেন্টে সেরা অবস্থানকারী, চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়াদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন সৈনিকরা নিজ নিজ ধর্মের গ্রন্থে হাত রেখে দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের শপথ নেন। নবীন সৈনিকরা দীর্ঘ ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে সৈনিক হিসেবে যোগ দিলেন। কুচকাওয়াজ পরিচালনা করেন মেজর আব্দুল্লাহ আল মামুন। উল্লেখ্য, দীঘিনালা মাইনী সেনা ট্রেনিং সেন্টারে এটি তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ। ১৭-৩ রিক্রুট ব্যাচ এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে এ ব্যাচে রিক্রুটস হয় ১০১৬জন। এরমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করে ৯৪৯ জন রিক্রুটস।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/তোহা