শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ইউপিডিএফ’র ডাকে ২য় দিনের মত খাগড়াছড়িতে সড়ক অবরোধ

ইউপিডিএফ’র ডাকে ২য় দিনের মত খাগড়াছড়িতে সড়ক অবরোধ

ইউপিডিএফ’র ডাকে ২য় দিনের মত খাগড়াছড়িতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি, ০৭ জানুয়ারী, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও পিকেটারদের উপর হামলার প্রতিবাদে ৯টি উপজেলায় ইউপিডিএফ’র ডাকে দ্বিতীয় দিনের মত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত, পুলিশ-পিকেটার ধাওয়া, বিভিন্ন স্থানে টমটম ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে। পুলিশের সাথে সংঘর্ষ, গুলি, তিন পুলিশ সদস্য আহত, গাছের গুড়ি ফেলা ও হামলার মধ্য দিয়ে ইউপিডিএফ’র ডাকে ১ম ও দ্বিতীয় দিনের মত খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালিত হয়েছে।

কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও পিকেটারদের উপর হামলার প্রতিবাদে শনিবার এবং পরে আরো একদিন বাড়িয়ে রোববার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়া হয়। জেলার কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও জেলার বিভিন্ন স্থানে পুলিশ-পিকেটার ধাওয়া, টমটম ভাংচুর ও আগুন দেয়া ঘটনা ঘটেছে। গুইমারা উপজেলায় রাস্তায় গাছে গুড়ি ফেলে অবরোধের চেষ্টা চালায়। লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে রাস্তায় মাটি খুড়ে ফেলার ঘটনা ঘটেছে। দুরপাল্লার গাড়ি ছেড়ে যায় নি। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত। কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও শনিবারের অবরোধ চলাকালে পিকেটারদের উপর হামলার প্রতিবাদে সংগঠনটি এ সড়ক অবরোধের ডাক দেয়। টানা দুই দিনের অবরোধে পুরো খাগড়াছড়ি জেলা অচল হয়ে পড়েছে। আটকে পড়েছে সহস্রাধিক পর্যটক।

অবরোধের দ্বিতীয় দিনে রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় পুলিশের সাথে ধাওয়া-পল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অবরোধের কারণে আভ্যন্তরীন ও দুর পাল্লা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় নিরাপত্তাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ভাইবোনছড়ায় টমটম ভাংচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। যানবাহন চলাচল নেই বললেই চলে। তবে সেনাবাহনীর টহল দিয়ে কিছু গাড়িকে নিরাপত্তা দিয়ে গন্তব্যে স্থলে পৌছে দেয়। রাস্তায় ব্যারিকেড দিয়ে অবোরোধের চেষ্টা করে। পুলিশের সাথে ধাওয়পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েয়ে পুরো শহর জুড়ে।

অপরদিকে শনিবার ইউপিডিএফ’র সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ, জেলার বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও মোটরসাইকেলে আগুনসহ বিছিন্ন ঘটনা ঘটে। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধের কারণে আভ্যন্তরীন ও দুরপাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক সড়ক অবরোধের কারণে বেকায়দায় পড়েছে শত শত পর্যটক। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশের সাথে সংঘর্ষ, আহত, গুলি এবং গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ, চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলাতে ইউপিডিএফ’র ডাকে সকাল-সন্ধ্যা প্রথমদিন সড়ক অবরোধ পালিত হয়েছে। শনিবার অবরোধ চলাকালে পুলিশের সাথে পিকেটারদের সাথে সংঘর্ষে এএসআই আবুল হোসেনসহ ৩পুলিশ সদস্য আহত হয়েছে।

অপরদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে পরিকল্পিতভাবে নব্য মুখোশ বাহিনী দিয়ে হত্যা ও তাঁকে পার্টি অফিসে এনে শেষ শ্রদ্ধা নিবেদনে বাধাদানের প্রতিবাদে ঘোষিত ৬ জানুয়ারি খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালনকালে প্রশাসনের বিনা উস্কানিতে পিকেটারদের উপর টিয়ারসেল নিক্ষেপ ও খাগড়াছড়ি সদরের কয়েকটি জায়গায় পিকেটিং-এর সময় সেনাবাহিনী কর্তৃক ফাঁকা গুলি বর্ষণের প্রতিবাদে সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামীকাল ৭ জানুয়ারী(রোববার) খাগড়াছড়ি জেলায় আরো ১(এক)দিন সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ। প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কর্মসূচী সফল করার লক্ষে সকল যানবাহন মালিক, চালক, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, ৩রা জানুয়ারি দুপুরে খাগড়াছড়ি শহরের সুইস গেইট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র(ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা নিহত হয়েছে। ইউপিডিএফ এ হত্যাকান্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে আসছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক আব্দুল হান্নান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ বা কোন মামলা না করার ফলে এখনো থানায় মামলা করেনি।

উল্লেখ্য, প্রতিষ্ঠার দীর্ঘ ১৯বছর পর গেল বছরের ১৫নভেম্বর পার্বত্য চট্টগ্রামের প্রভাবশালী পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ভেঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরো একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বিভক্তির পর সংগঠনটির কোন নেতাকর্মী প্রথম হত্যাকান্ডের শিকার হলেন।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত